ভিসার মেয়াদ কতদিন থাকে? জানুন ভিসার ধরন অনুযায়ী Validity

ভিসার মেয়াদ কতদিন থাকে বিস্তারিত তথ্য ও বিভিন্ন দেশের ভিসার সময়সীমা।


ভ্রমন হোক কিংবা ব্যবসা, চিকিৎসা হোক অথবা শিক্ষা, যে কারনেই আপনি বিদেশ যাননা কেন ভিসা আপনার লাগবেই। কারন ভিসা হলো কোনো দেশে যাওয়ার অনুমতিপত্র তবে শুধু অনুমতি থাকলেই হয়না তার জন্য প্রয়োজন নির্দিষ্ট সময়সীমা। কারণ মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে আর আপনি বৈধভাবে থাকতে পারবে না। তখন আপনার ভিসা বই থাকা না থাকা সমান কথা।

এই পোস্টে আপনি জানতে পারবেন—

  • ভিসার মেয়াদ বলতে কী বোঝায়
  • কোন ভিসার মেয়াদ কতদিন
  • কোন দেশের ভিসার মেয়াদ কতদিন
  • কাজের ও স্টুডেন্ট ভিসার মেয়াদ
  • মেয়াদ শেষ হলে কী করণীয়
  • মেয়াদ নির্ধারণ হয় কীভাবে
  • ভিসা সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্ন

ভিসার মেয়াদ কতদিন থাকে

ভিসার মেয়াদ বলতে বোঝায়, কতদিন আপনার ভিসা বৈধ থাকবে এবং সেই সময়ের মধ্যে আপনি ওই দেশে থাকতে পারবেন। ভিসার মেয়াদ নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর, যেমন—

  • যেই দেশের জন্য ভিসা, সেই দেশের নিজস্ব নিয়মাবলী
  • আপনি কোন ধরণের ভিসার জন্য আবেদন করেছেন
  • বিদেশ যাওয়ার মূল উদ্দেশ্য বা ভ্রমণের কারণ
  • আবেদনকারীর নাগরিকত্ব বা কোন দেশের নাগরিক
  • সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন নীতি ও সরকারি বিধিনিষেধ
  • ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ বা নবায়নের নিয়ম

সৌদি ভিসার মেয়াদ কতদিন থাকে

সৌদি আরব বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি। এখানে বিভিন্ন ধরনের কাজ, হজ্জ  ও নানা ধরনের ভিসা দেওয়া হয়। প্রতিটি ভিসার মেয়াদও আলাদা থাকে। চলুন দেখি সৌদি আরবে কোন ভিসার মেয়াদ কতদিন থাকে।

ওমরাহ ভিসার মেয়াদ

ওমরাহ ভিসা সাধারণত ৩০ দিন পর্যন্ত বৈধ থাকে। এই সময়ের মধ্যে আপনাকে ওমরাহ পালন করে দেশে ফিরে আসতে হবে।

কাজের ভিসার মেয়াদ

সৌদিতে কাজের ভিসা সাধারণত ১ থেকে ২ বছর মেয়াদী হয়ে থাকে এবং প্রয়োজনে সময় মতো নবায়ন করতে পরবেন ।

স্পন্সরভুক্ত ভিসার মেয়াদ

স্পন্সরভুক্ত ভিসার মেয়াদ স্পন্সরের সঙ্গে চুক্তি অনুযায়ী থাকে, সাধারণত ১ থেকে ২ বছর পর্যন্ত হতে পারে।

কাতার ভিসার মেয়াদ কতদিন থাকে

কাতারে কর্মসংস্থানের সুযোগ ছাড়াও রয়েছে পর্যটন ও ব্যবসায়িক যাতায়াত। কাতারের ভিসার ধরন অনুযায়ী মেয়াদও ভিন্ন হয়। এই অংশে আমরা কাতারের জনপ্রিয় ভিসাগুলোর মেয়াদ সম্পর্কে জানব।

কাতার ট্যুরিস্ট ভিসা

আপনি যদি ট্যুরিস্ট ভিসায় কাতারে যান তাহলে সাধারণত ৩০ দিন পর্যন্ত বৈধভাবে থাকতে পারবেন এবং প্রয়োজনের ভিত্তিতে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

কাতারের কাজের ভিসা

যদি আপনার উদ্দেশ্য হয় কাজের ভিসায় কাতার যাওয়া তাহলে তার মেয়াদ সাধারণত ২ বছর পর্যন্ত হয়ে থাকে, যা সময়মতো নবায়নও করা যায়।

বিজনেস ভিসা কাতার

যারা বিজনেসের জন্য কাতার যেতে চান তাদের জন্য ভিসা সাধারণত প্রায় ৯০ দিনের জন্য ইস্যু করা হয়।

মালয়েশিয়ান ভিসার নির্ধারিত মেয়াদ

যাদের চকরি বা শিক্ষার উদ্দেশ্যে থাকে মালয়েশিয়া তাদের জন্য একটি আকর্ষণীয় দেশ। তাই এই দেশের ভিসার মেয়াদ সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা জরুরি। চলুন জেনে নেই মালয়েশিয়ার ভিসাগুলোর মেয়াদ কতদিন হয়।

ট্যুরিস্ট ভিসার মেয়াদ

বর্তমানে মালয়েশিয়া ট্যুরিস্ট দেশ হিসেবে ভালো জনপ্রিয়তা পাচ্ছে। তাই আপনি যদি ভ্রমনের জন্য সেখানে যেতে চান তাহলে সাধারণত ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত বৈধ ভিসা নিয়ে থাকতে পারবেন।

স্টুডেন্ট ভিসার মেয়াদ

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসার মেয়াদ সাধারণত ১ বছর বা তার বেশি হতে পারে। এটি সাধারনত সেমিস্টারের সময় অনুযায়ী কম বা বেশি হয়।

কাজের ভিসার মেয়াদ

মালয়েশিয়ায় কাজের ভিসা সাধারণত ১ থেকে ২ বছর মেয়াদী হয়, যা প্রয়োজনমতো নবায়ন করতে পারবেন।

ভারতের ভিসার মেয়াদ কতদিন

ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ। চিকিৎসা, পর্যটন ও শিক্ষা—সব মিলিয়ে বাংলাদেশিদের ভারতে যাওয়া খুবই সাধারণ। ভিসার মেয়াদও কারন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখানে আমরা ভারতের ভিসাগুলো নিয়ে আলোচনা করব।

পর্যটক ও চিকিৎসা ভিসা

বাংলাদেশের মানুষ চিকিৎসার উদ্দেশ্য সবথেকে বেশি যাতায়াত করে ভারতে। আপনি যদি ভারতের পর্যটক বা চিকিৎসা ভিসা নিতে চান তাহলে সাধারণত ৬ মাস মেয়াদি ভিসা নিতে পারবেন।

ভারতের স্টুডেন্ট ভিসার মেয়াদ

বাংলাদেশ থেকে ভারতে স্টুডেন্ট ভিসায় তেমন একটা সারা না পাওয়া গেলেও ভিসার মেয়াদ কোর্সের সময় অনুযায়ী ১ থেকে ৫ বছর পর্যন্ত নিতে পারবেন।

ভরতের বিজনেস ভিসার মেয়াদ

বর্তমানে ভারতের কলকাতা শহর সহ বিভিন্ন জায়গা বাংলাদেশ ভারতের ব্যবসার ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছে। ভারতে বিজনেস ভিসা সাধারণত ১ বছরের জন্য ইস্যু করা হয়।

কাজের ভিসার মেয়াদ সম্পর্কে তথ্য

বিদেশে গিয়ে চাকরি করার জন্য যেসব ভিসা নেওয়া হয়, সেগুলোর নিয়ম ও মেয়াদ একেক দেশে একেকরকম। এই অংশে আমরা বিভিন্ন দেশের কাজের ভিসার মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানব।

  • সৌদি আরব, কাতার, ওমান ও ইউএই: এসব দেশে কাজের ভিসা সাধারণত ১ থেকে ২ বছর মেয়াদী হয়।
  • মালয়েশিয়া: মালয়েশিয়ায় কাজের ভিসা সাধারণত ১ বছর মেয়াদী এবং নবায়নযোগ্য।
  • জাপান ও ইউরোপ: জাপান ও ইউরোপের কিছু দেশে কাজের ভিসার মেয়াদ ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত হয়ে থাকে।

স্টুডেন্ট ভিসার মেয়াদ কতদিন

পড়াশোনার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার সময় স্টুডেন্ট ভিসা নিতে হয়। এই ভিসার মেয়াদ নির্ভর করে কোর্সের দৈর্ঘ্য ও দেশের নিয়মকানুনের ওপর। আসুন দেখি সাধারণভাবে স্টুডেন্ট ভিসার মেয়াদ কতদিন হয়ে থাকে।

সাধারণ স্টুডেন্ট ভিসা

স্টুডেন্ট ভিসা সাধারণত ১ বছর মেয়াদী হয় এবং কোর্স চলাকালীন নবায়নযোগ্য।

অতিরিক্ত মেয়াদ

কিছু দেশে কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত ২ থেকে ৪ মাস পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ পাওয়া যায়।

ভিসার মেয়াদ শেষ হলে করণীয়

ভিসার নির্ধারিত সময় পেরিয়ে গেলে কী করা উচিত, সেটা যদি আপনার জানা না থাকে তাহলে বড় ধরনের বিপদ হতে পারে। তাই সময়মতো কীভাবে নবায়ন করতে হবে কিংবা কোন পরিস্থিতিতে ফিরে আসতে হবে—এই অংশে আমরা তা জানব।

  • সময়মতো নবায়নের আবেদন করুন: যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে সময় থাকতেই নবায়নের জন্য আবেদন করুন। এতে করে বৈধভাবে দেশটিতে থাকতে পারবেন।
  • সময়মতো দেশে ফিরে আসুন: যদি নবায়ন সম্ভব না হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই দেশে ফিরে আসবেন তা নাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ।
  • ওভারস্টে করলে কী হতে পারে: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেলে অনেক দেশে জরিমানা, ডিপোর্টেশন বা ভবিষ্যতে ভিসা না পাওয়ার ঝুঁকি থাকে।

বিভিন্ন দেশের ভিসার মেয়াদ তুলনা

আপনি যদি একাধিক দেশের মধ্যে যাওয়া নিয়ে চিন্তা করেন, তাহলে সেগুলোর ভিসার মেয়াদ তুলনা করে দেখা দরকার। এই অংশে বিভিন্ন দেশের জনপ্রিয় ভিসাগুলোর মেয়াদ একটি টেবিলের মাধ্যমে আলোচনা করবো।

দেশভিসার ধরনমেয়াদ (প্রায়)
সৌদি আরবওমরাহ, কাজ, স্পন্সর ভিসা৩০ দিন – ২ বছর
কাতারট্যুরিস্ট, কাজ, বিজনেস ভিসা৩০ দিন – ২ বছর
মালয়েশিয়াট্যুরিস্ট, কাজ, স্টুডেন্ট ভিসা৩০ দিন – ২ বছর+
ভারতপর্যটক, স্টুডেন্ট, ই-ভিসা৬ মাস – ৫ বছর
ইউএইকাজ, ভিজিট, স্পন্সর ভিসা১ – ২ বছর
জাপানকাজ, ট্রেনিং ভিসা৬ মাস – ৩ বছর

ভিসা মেয়াদ সম্পর্কিত সাধারণ প্রশ্ন

অনেকেই ভিসা নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করে থাকেন, যেমন মেয়াদ কতদিন, বাড়ানো যাবে কিনা ইত্যাদি। এই অংশে সেসব প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেওয়া হয়েছে যেন আপনার সন্দেহ দূর হয়।

১. কীভাবে জানব ভিসার মেয়াদ কতদিন?

→ পাসপোর্টে স্ট্যাম্প দেখে বা অনলাইন ভিসা চেক করে।

২. মেয়াদ শেষ হলে কী করব?

→ নবায়নের জন্য আবেদন অথবা দেশে ফিরে আসুন।

৩. মেয়াদ বাড়ানো যায়?

→ সময়মতো নবায়ন করলে মেয়াদ বাড়ানো যায়।

৪. কখন নবায়নের আবেদন করব?

→ মেয়াদ শেষে হওয়ার কমপক্ষে ৩০ দিন আগে।

ভিসার মেয়াদ নির্ধারণের প্রক্রিয়া

ভিসার মেয়াদ একেকজনের জন্য একেক রকম হতে পারে। এটা নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর।

কারও ভিসা ৩০ দিনের হয়, আবার কারওটা ১ বছর বা তার বেশি। নিচে কিছু বিষয় দেওয়া হলো যেগুলোর ভিত্তিতে ভিসার মেয়াদ নির্ধারণ করা হয়:

  • ভিসার ধরন – ট্যুরিস্ট, স্টুডেন্ট, কাজ, চিকিৎসা ইত্যাদি
  • ভিসা নেওয়ার উদ্দেশ্য
  • আপনি কোন দেশের নাগরিক
  • যে দেশে যাচ্ছেন, সেই দেশের নিয়ম
  • একবার না বহুবার প্রবেশের অনুমতি (Single/Multiple Entry)
  • আগের ভ্রমণের অভিজ্ঞতা বা ভিসা রেকর্ড

এই বিষয়গুলো বিবেচনা করেই কতদিনের ভিসা দেওয়া হবে, তা ঠিক করা হয়।


পরিশেষে:

ভিসার মেয়াদ সম্পর্কে আগে থেকেই জেনে রাখলে অনেক ঝামেলা এড়িয়ে চলতে পারবেন। সময়মতো নবায়ন করা বা দেশে ফিরে আসা অনেক সহজ হবে, এতে ওভারস্টে করে জরিমানা বা নিষেধাজ্ঞার মতো সমস্যাতেও পড়তে হবেনা।

আশা করি এই পোস্টে দেওয়া তথ্যগুলো আপনার কখনো না কখনো কাজে আসবে এবং বিদেশ ভ্রমণ বা থাকার পরিকল্পনাতেও সাহায্য করবে।



আরও দখুন:

ভিসা কি? কিভাবে আবেদন করবেন ২০২৫ সালে

সৌদি আরবের ভিসা প্রসেস ২০২৫: বিস্তারিত গাইড ও গুরুত্বপূর্ণ তথ্য

স্টুডেন্ট ভিসা আবেদন করবেন কীভাবে? ২০২৫ সালের গুরুত্বপূর্ণ তথ্য

ভিসা চেক করার নিয়ম ২০২৫ – ঘরে বসে জানুন সহজে




Comments